• মো: নজরুল ইসলাম
  • সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষে ০২নং পারুলিয়া ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠ সমাজসেবক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মুনসুর আহমেদ (সাবেক সাংসদ, সাবেক জেলা পরিষদ প্রশাসক, সাবেক চেয়ারম্যান) এবং তাদের সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি আর মেধা দিয়ে সহযোগীতা করেন বাদশাহ আলী আকবর, দীন মোহাম্মদ, বিভৃতিভুষণ দত্ত, মো: আব্দুল কাদের, মহিউদ্দীন সিদ্দিকী, মো: মোসলেহউদ্দীন সরদার, জামশেদ আলম, মোস্তাক আলী। অত্র “পারুলিয়া ইউনিয়নের তথা দেবহাটা উপজেলার ১ম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ” পারুলিয়ার প্রাণকেন্দ্র সাতক্ষীরা- কালিগঞ্জ মহাসড়কের পাশে ০২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে দক্ষিণে ৫০০ মিটার দূরে  ০১/০১/১৯৯৫ খ্রি: প্রতিষ্ঠিত হয়। 

    প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |  

    বিদ্যালয়টির বর্তমান ছাত্রীর সংখ্যা ৫৬৮  জন |  নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল পারুলিয়া বাসীর নারী শিক্ষার গৌরব “পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

    (মোঃ নজরুল ইসলাম)
    প্রধান শিক্ষক
    পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়

    পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা।

    মোবাইল নং: ০১৭১২-২৩৫৯২১

    • সভাপতির বাণী
  • মহিউদ্দীন সিদ্দিকী
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মো: নজরুল ইসলাম
    বিস্তারিত
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology